প্রশ্ন
বর্তমানে সরকারের পক্ষ থেকে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থা’ নামে একটি স্কিম চালু হয়েছে। জানতে চাচ্ছি, এটা কি বৈধ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, এটা নাজায়েয। কারণ এতে সুদ ও ধোঁকার সম্ভাবনা বিদ্যমান রয়েছে। আর সুদ ইসলামে কঠোরভাবে হারাম।
কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
أَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
‘আল্লাহ তাআলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন।’ [সূরা বাকারা, আয়াত: ২৭৫]
তাছাড়া এতে ধোঁকার সম্ভাবনাও বিদ্যমান। কাজেই এ জাতীয় স্কিমে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم