প্রশ্ন
এক অণ্ডকোষ বিশিষ্ট প্রাণি জবাই করে খাওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, খাওয়া যাবে। শরিয়তের দৃষ্টি এতে কোনো সমস্যা নেই। হাদিস শরিফে এসেছে,
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: ذَبَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الذَّبْحِ كَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ مُوجَأَيْنِ
‘রাসূল (সা.) কুরবানীর দিন দু’টি ধূসর বর্ণের শিংবিশিষ্ট ও খাসী করা দুম্বা যবাহ করেন।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২৭৯৫]
রদ্দুল মুহতার ৯/৪৬৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم