প্রশ্ন
গত বছর আমার ওয়াইফের ৮ ভরি স্বর্ণ চুরি হয়। এক বছর পর কিছুদিন আগে তা পাওয়া গিয়েছে। চোর অনুতপ্ত হয়ে তা ফেরত দিয়েছে। জানতে চাচ্ছি, উক্ত স্বর্ণের গত বছরের যাকাত দিতে হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বর্ণের যাকাত আদায় করতে হবে। তা ফরয। হাদিস শরিফে এসেছে-
‘হযরত আব্দুল্লাহ বিন শাদ্দাদ ইবনুল হাদ থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূল (সা.) এর স্ত্রী হযরত আয়েশা (রা.) এর খেদমতে উপস্থিত হই। তখন তিনি বলেন, একদা রাসূল (সা.) আমার নিকট উপস্থিত হয়ে আমার হাতে রূপার বড় বড় আংটি দেখতে পান। তিনি বলেন, হে আয়শা! এটা কি? আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনার উদ্দেশ্যে রূপচর্চা করার জন্য তা বানিয়েছি। তিনি জিজ্ঞাসা করেন: তুমি কি এর যাকাত পরিশোধ করে থাক? আমি বললাম, না অথবা আল্লাহ পাকের যা ইচ্ছে ছিল। রাসূল (সা.) বললেন: তোমাকে দোযখে নিয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ১৫৬৫]
তবে উক্ত স্বর্ণ যেহেতু আপনার স্ত্রীর হস্তগত ছিল না তাই তা আপনার স্ত্রীর যাকাতযোগ্য সম্পদের অন্তর্ভুক্ত থাকে। কাজেই উক্ত স্বর্ণের বিগত বছরের যাকাত আদায় করতে হবে না।
আলবাহরুর রায়েক ২/২০৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم