প্রশ্ন
মেয়েরা হাতে মেহেদি দেওয়ার সময় ময়ূরের ছবি আঁকতে পারবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে মেয়েদের হাতে মেহেদির আলামত রাখতে উৎসাহিত করা হয়েছে । হাদিস শরিফে এসেছে,
‘হযরত আয়েশা (রা.) বলেন রাসূল (সা.) ‘মেয়েদের হাতে মেহেদির আলামত না থাকা অপছন্দ করতেন।’ [সুনানে কুবরা, বাইহাকী ৭/৫০৯]
তবে শরিয়তের দৃষ্টিতে কোনো প্রাণির ছাব অঙ্কন করা হারাম। কাজেই মেয়েরা হাতে মেহেদি দেওয়ার সময় ময়ূরের ছবি আঁকতে পারবে না।
সহিহ বুখারি, হাদিস: ৫৯৬১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم