প্রশ্ন
কোনো স্বামী যদি তার স্ত্রীকে লক্ষ্য করে বলে, তুমি মুক্ত। তাহলে উক্ত কথার দ্বারা তালাক হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
এ জাতীয় তালাকের ক্ষেত্রে ইঙ্গিত মূলক বাক্য। এ জাতীয় বাক্য দ্বারা তালাক পতিত হওয়ার জন্য নিয়ত শর্ত। নিয়ত পাওয়া গেলে এ তালাকে বায়েন পতিত হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ
‘আমলসমূহ নিয়তের উপর নির্ভরশীল।’ [সহিহ বুখারি, হাদিস: ১]
কাজেই উক্ত কথা বলার সময় যদি স্বামীর তালাকের নিয়ত থাকে কিংবা তালাকের আলোচনা চলা অবস্থায় বলা হয় তাহলে এর দ্বারা তালাক পতিত হয়ে যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم