প্রশ্ন
আমি আমার স্বামীর সাথেই থাকি। কিন্তু আমাদের মাঝে ৬ মাস যাবৎ কোনো শারীরিক সম্পর্ক হয়নি। অনেককে বলতে শুনি যে, দীর্ঘদিন শারীরিক সম্পর্ক না থাকলে তালাক হয়ে যায়। জানতে চাচ্ছি, আমাদের বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, এর দ্বারা কোনো তালাক পতিত হবে না। তবে মনে রাখতে হবে, সহবাস স্ত্রীর অন্যতম একটি অধিকার। সবল ও সামর্থবান থাকা অবস্থায় স্বামীর জন্য ৪ মাসের মধ্যে কমপক্ষে একবার শারীরিক সম্পর্কে জড়ানো আবশ্যক। আল মাউসুআতুল ফিকহিয়্যাতে এসেছে,
‘উমর (রা.) তার মেয়ে হাফসা (রা.)-কে জিজ্ঞাসা করলেন, একজন নারী স্বামী কাছ থেকে কতদিন ধৈর্য্য ধরে থাকতে পারে? তিনি বললেন, ৪ মাস। তখন উমর (রা.) সেনাপতিদের নির্দেশ দিলেন যে, বিবাহিত সৈন্যদের যেন তাদের স্ত্রীদের থেকে ৪ মাসের বেশি দূরে না রাখে।’ [আল মাউসুআতুল ফিকহিয়্যাহ ২২/১৪৪]
তবে যদি জিনায় লিপ্ত হয়ে যাওয়ার আশংকা দেখা দেয় তাহলে ৪ দিনে একবার হলেও শারীরিক সম্পর্কে জড়ানো আবশ্যক।
ফাতহুল বারী ৩/৬২২; রদ্দুল মুহতার ৪/৩৮০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم