প্রশ্ন
আমি নামাযে মনে মনে কেরাত পড়ি। জানতে চাচ্ছি, এতে কি আমার নামায হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাযের মধ্যে কেরাত পড়া ছাড়া নামাজ সহিহ হয় না। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ
‘কুরআনের যতটুকু সহজ হয় ততটুকু পাঠ কর।’ [সূরা মুযযাম্মিল, আয়াত: ২০]
এক্ষেত্রে শর্ত হল, কেরাতের শব্দগুলো শুদ্ধ করে উচ্চারণ করা। একেবারে মনে মনে না পড়া। কাজেই কেউ যদি মনে মনে কেরাত পাঠ করে তাহলে তার নামায হবে না।
আলবাহুরুর রায়েক ১/৩৩৭, ফাতাওয়া তাতারখানিয়া ১/৪৪৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم