প্রশ্ন
আমাদের এলাকায় প্রচলিত আছে যে, পুকুর মালিকের সাথে সারাদিনের জন্য চুক্তি করা হয় যে, আমি ৫ হাজার টাকার বিনিময়ে আপনার সাথে চুক্তি করলাম যে, আমি সারাদিন আপনার পুকুর থেকে মাছ ধরব। যা মাছ পাব সব আমার। জানতে চাচ্ছি, এ জাতীয় চুক্তি কি বৈধ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, এ জাতীয় চুক্তি বৈধ নয়। কারণ এতে পণ্য অস্পষ্ট থাকে যা ধোঁকার শামিল। আর হাদিসে এ জাতীয় চুক্তির ব্যাপারে নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে। হাদিস শরিফে এসেছে,
‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন,রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর খন্ড নিক্ষেপের মাধ্যমে কেনা-বেচা ও প্রতারনামূলক ক্রয়-বিক্রয় নিষেধ করেছেন।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৫১৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم