প্রশ্ন
কালিমার যিকির করার সময় দরূদ পাঠ করতে হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কালেমা পাঠ করার গুরুত্ব অপরিসীম। একনিষ্ঠভাবে যে ব্যক্তি কালেমা পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে।
হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ
‘আবু যর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে।’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ১৬৯]
কালিমার যিকির করার সময় প্রতিবার দরূদ পাঠ করার প্রয়োজন নেই। বরং মাঝে মাঝে নিচু স্বরে পাঠ করা যেতে পারে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم