প্রশ্ন
বাচ্চাদেরকে মক্তবে পড়ানো হয়, খাবার খাওয়ার সময় দুই হাঁটু উঠিয়ে বসা সুন্নত। জানতে চাচ্ছি, আসলেই কি খাবারের সময় দুই হাঁটু উঠিয়ে বসা সুন্নত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মূল বিষয় হল, খাবার খাওয়ার সময় এমনভাবে বসা যেন নিজের গোলামি প্রকাশ পায়। কোনো অহংকার প্রকাশিত না হয়। বরং নম্রতা প্রকাশিত হয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
آكل كما يأكل العبد، وأجلس كما يجلس العبد، فإنما أنا عبد
‘আমি গোলামের মত আহার করি, গোলামের মত বসি। কারণ আমি তো আল্লাহর এক গোলাম।’ [শুআবুল ঈমান, হাদিস: ৫৫৭২]
কিছু হাদিসে পাওয়া যায় রাসূল (সা.) দুই হাঁটু উঠিয়ে খেজুর খেয়েছেন। উক্ত হাদিসের আলোকে কেউ কেউ হয়ত এ পদ্ধতির বসাকে সুন্নত বলে দিয়েছেন। মূলত শুধু এভাবে বসাই সুন্নত নয়। কারণ মুহাদ্দিসগণ দুই হাঁটু উঠিয়ে খেজুর খাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন যে, রাসূল (সা.) সে সময় প্রচুর ক্ষুধার্ত ছিলেন। এ কারণে এভাবে বসেছিলেন। এ থেকে বুঝা যায়, রাসূল (সা.) সবসময় এভাবে বসতেন না।
কাজেই মূল বিষয় হল, এমনভাবে বসা যাতে নিজের গোলামি প্রকাশ পায়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم