প্রশ্ন
কাফফারার রোযা রাখতে গিয়ে যদি ঈদের দিন চলে আসে এবং রোযা না রাখে তাহলে পরবর্তীতে নিষিদ্ধ দিনগুলো চলে যাওয়ার পর রোযা রাখলে কাফফারা ঠিক থাকবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দুই ঈদ ও আইয়ামে তাশরিক তথা জিলহজের ১১, ১২ ও ১৩ তারিখ এই ৫ দিন রোযা রাখা নিষিদ্ধ।
হাদিস শরিফে এসেছে,
لا تصوموا هذه الأيام، فإنها أيام أكل وشرب وذكر الله عز وجل
‘রাসূল (সা.) বলেছেন, তোমরা এ দিনগুলোতে রোযা রেখো না। কারণ এ দিনগুলো পানাহার ও আল্লাহর জিকিরের দিন।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ১০৬৬৪]
তাই এমনভাবে কাফফারার রোযগুলো রাখতে হবে যেন এই দিনগুলো মাঝখানে চলে না আসে।
উল্লেখ্য, কাফফারার রোযা রাখা অবস্থায় যদি সেদিনগুলো চলে আসে এবং রোযা রাখা হয়, তাহলে এর দ্বারা কাফফারার রোযা আদায় হবে না। এক্ষেত্রে পুনরায় লাগাতার ২ মাস রোযা রাখতে হবে।
বাদায়েউস সানায়ে ৪/২৭৪; আলবাহরুর রায়েক ৪/১০৫, ২৯৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৫১২; আদ্দুররুল মুখতার ২/৪৩৪, ৩/৪৭৬; তাবয়ীনুল হাকায়েক ২/২১৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم