প্রশ্ন
বিয়েতে বাসর ঘর সাজানো বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিয়েতে শরিয়ত সম্মত আনন্দ উদযাপন করা নিষেধ নয়। হাদিস শরিফে এসেছে,
‘আসমা বিনতে উমাইস (রা.) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন: আমি ছিলাম আয়েশা (রা.) এর বান্ধবী। আমি আরও কিছু মহিলাকে সাথে নিয়ে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য সাজিয়ে দিয়েছি ও তাঁর ঘরে প্রবেশ করিয়ে দিয়েছি। আসমা বলেন: আল্লাহর শপথ, আমরা তাঁর ঘরে মেহমানদারি হিসেবে এক পেয়ালা দুধ ছাড়া আর কিছু পাইনি: তিনি সে পেয়ালা থেকে কিছুটা পান করলেন, এরপর আয়েশাকে দিলেন। অল্পবয়সী মেয়েটি লজ্জাবোধ করল। তখন আমরা বললাম: আল্লাহর রাসূলের হাত ফিরিয়ে দিও না; গ্রহণ কর। তখন সে ইতস্তত করে হাতে নিল এবং সেটা থেকে পান করল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: তোমার বান্ধবীদেরকে দাও। আমরা বললাম: আমাদের চাহিদা নেই। তিনি বললেন: তোমরা ক্ষুধা ও মিথ্যা দুটোকে একত্র করও না।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ২৬৯২৫]
বাসর ঘর সাজানোও এক প্রকারের আনন্দ উদযাপন। কাজেই শরিয়তের গণ্ডির ভিতরে থেকে বাসর ঘর সাজাতে কোনো সমস্যা নেই। তবে লক্ষ্য রাখতে হবে, উক্ত কাজে যেন অপচয় না হয়। কারণ অপচয় শরিয়তের দৃষ্টিতে হারাম।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم