প্রশ্ন
গাড়িতে সফরের সময় মাঝে মাঝে গাড়িতে গান বাজানো হয়। গান শোনা থেকে বাঁচার জন্য আমি তখন জিকির করি। জানতে চাচ্ছি, এত কি জিকিরের অসম্মান হয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
গান শোনা থেকে বাঁচার জন্য জিকিরে মশগুল থাকা দোষণীয় নয়। বরং এমনটি করাই উত্তম হবে। এতে জিকিরের কোনো অসম্মান হবে না।
উল্লেখ্য, এ সকল ক্ষেত্রে আপনার জন্য করণীয় হলো, ড্রাইভারকে বুঝানো। যদি সে না বুঝে তাহলে অন্তরে কাজটিকে ঘৃণা করতে হবে।
কুরআন মাজিদে এসেছে,
وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
‘তোমাদের মধ্যে এমন একটা দল হোক, যারা কল্যাণের দিকে আহবান করে, সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ হতে নিষেধ করে আর এরাই সফলকাম।’ [সূরা আলে ইমরান, আয়াত: ১০৪]
হাদিস শরিফে এসেছে,
من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان
‘রাসূল (সা.) বলেছেন, তোমাদের কেউ মন্দ কাজ হতে দেখলে (শক্তি প্রয়োগ করে) প্রতিহত করবে, সম্ভব না হলে (মুখের মাধ্যমে) প্রতিবাদ করবে। এও সম্ভব না হলে (মনে মনে) ঘৃণা করবে। আর এটি হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর।’ [সহিহ মুসলিম, হাদিস: ৪৯]
ফাতাওয়া হিন্দিয়া ৫/৩১৫; আলমুহীতুল বুরহানী ৭/৫০৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم