প্রশ্ন
কোনো নারী যদি হায়েয অবস্থায় সেজদার আয়াত তেলাওয়াত করে তাহলে তার উপর সেজদা আবশ্যক হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হায়েয অবস্থায় সেজদার আয়াত তেলাওয়াত করলেও সেজদা আবশ্যক হবে না। হাদিস শরিফে এসেছে-
عَنْ إبْرَاهِيمَ ؛ أَنَّهُ كَانَ يَقُولُ فِي الْحَائِضِ تَسْمَعُ السَّجْدَةَ ، قَالَ : لاَ تَسْجُدُ ، هِيَ تَدَعُ مَا هُوَ أَعْظَمُ مِنَ السَّجْدَةِ ، الصَّلاَة الْمَكْتُوبَةَ
‘ইবরাহিম (রহ.) বলেন: ঋতুস্রাব অবস্থায় সেজদার আয়াত তেলাওয়াত করতে শুনলে তার সেজদা দেওয়া লাগবে না। কারণ সে তো এরচেয়ে বড় জিনিস অর্থাৎ ফরজ নামাজই আদায় করছে না।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৪৩৪৭]
উল্লেখ্য, হায়েয অবস্থায় কুরআন তেলাওয়াত নিষিদ্ধ। কাজেই এই নাজায়েয কাজ থেকে বিরত থাকা কর্তব্য।
শরহুল মুনইয়া, পৃ. ৫০০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم