প্রশ্ন
কুরবানীর পশু ওজন করে ক্রয় করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বর্তমানে যেহেতু জীব-জন্তুও জীবিত অবস্থায় ওজন করে বিক্রি করার প্রচলন ঘটে গেছে তাই এ পদ্ধতিতে ওজন করে গরু ক্রয়-বিক্রয় করলে তা জায়েয হবে। তবে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে,
১. ওজন করার সময় কোন রকম ধোঁকার আশ্রয় গ্রহণ করা যাবে না।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
من غشنا فليس منا
‘যে আমাদের ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়।’ [সহিহ ইবনে হিব্বান ৫৬৭]
২. পশু ক্রয়ের সময় নিয়ত থাকতে হবে কুরবানী ও আল্লাহর সন্তুষ্টির। গোশত বেশি হবে এই নিয়তে ক্রয় করা যাবে না।
রদ্দুল মুহতার ১৮/১৮৫, ফাতাওয়া হিন্দিয়া ১৯/৩৫৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم