প্রশ্ন
বর্তমানে দেখা যায়, অনেকে কুরবানীর পশুর ছবি দিয়ে টি-শার্ট বানায়। জানতে চাচ্ছি, উক্ত কাজটি কি শরিয়ত সম্মত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রাণী ছবি অঙ্কন করা নিষেধ। হাদিস শরিফে এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা এসেছে। আয়েশা (রা.) থেকে বর্ণিত-
عن عائشة أم المؤمنين: أنَّها اشْتَرَتْ نُمْرُقَةً فيها تَصاوِيرُ، فَلَمّا رَآها رَسولُ اللَّهِ ﷺ قامَ على البابِ فَلَمْ يَدْخُلْ، فَعَرَفَتْ في وجْهِهِ الكَراهيةَ، قالَتْ: يا رَسولَ اللَّهِ، أتُوبُ إلى اللَّهِ وإلى رَسولِهِ، ماذا أذْنَبْتُ؟ قالَ: ما بالُ هذِه النُّمْرُقَةِ فقالَتْ: اشْتَرَيْتُها لِتَقْعُدَ عليها وتَوَسَّدَها، فقالَ رَسولُ اللَّهِ ﷺ: إنَّ أصْحابَ هذِه الصُّوَرِ يُعَذَّبُونَ يَومَ القِيامَةِ، ويُقالُ لهمْ: أحْيُوا ما خَلَقْتُمْ وقالَ: إنَّ البَيْتَ الذي فيه الصُّوَرُ لا تَدْخُلُهُ المَلائِكَةُ.
‘আয়েশা (রা.) একবার ছবিওয়ালা গদি খরিদ করেন। রাসূলুল্লাহ (সা.) যখন তা দেখতে পেলেন, তখন দরজায় দাঁড়িয়ে গেলেন। প্রবেশ করলেন না। আয়িশাহ (রা.) নাবী (সা.) এর চেহারায় অসন্তুষ্টি বুঝতে পারলেন। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমি আল্লাহ ও তাঁর রাসূলের কাছে এ গুনাহ থেকে তাওবাহ করছি। নাবী (সা.) বললেন, এ গদি কোত্থেকে আসলো? ‘আয়িশাহ বললেন, আপনার উপবেশন ও হেলান দেয়ার জন্য আমি এটি ক্রয় করেছি। রাসূলুল্লাহ (সা.) তখন বললেন, এসব ছবির নির্মাতাদের কেয়ামতের দিন আযাব দেয়া হবে এবং তাদেরকে বলা হবে, তোমরা যা বানিয়েছিলে তা জীবিত কর। তিনি আরো বললেন, যে ঘরে প্রাণীর ছবি থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৯৬১]
কাজেই কুরবানীর গরুর ছবি দিয়ে টি-শার্ট বানানো বৈধ হবে না। উক্ত কাজ থেকে বিরত থাকা জরুরি।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم