প্রশ্ন
জীববিজ্ঞানের ছাত্রদের প্রাক্টিক্যাল পরীক্ষায় বিভিন্ন প্রাণির ছবি অঙ্কন করতে হয়। জানতে চাচ্ছি, এতে কি তাদের গুনাহ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রাণ বিশিষ্ট বস্তুর চিত্র অঙ্কন করা বৈধ নয়। হাদিস শরিফে এসেছে,
‘সাঈদ ইবনে আবুল হাসান (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে আব্বাস (রা.)-এর নিকট উপস্থিত ছিলাম, এমন সময়ে তাঁর কাছে এক ব্যক্তি এসে বলল, হে আবু আব্বাস! আমি এমন ব্যক্তি যে, আমার জীবিকা হস্তশিল্পে। আমি এসব ছবি তৈরী করি। ইবনে আব্বাস (রা.) তাঁকে বলেন, (এ বিষয়ে) আল্লাহর রাসূল (সা.)-কে আমি যা বলতে শুনেছি, তাই তোমাকে শোনাব। তাঁকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো ছবি তৈরী করে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন, যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে। আর সে তাতে কখনো প্রাণ সঞ্চার করতে পারবে না। (এ কথা শুনে) লোকটি ভীষণভাবে ভয় পেয়ে গেল এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। এতে ইবনে আব্বাস (রা.) বললেন, আক্ষেপ তোমার জন্য, তুমি যদি এ কাজ না-ই ছাড়তে পার, তবে এ গাছপালা এবং যে সকল জিনিসে প্রাণ নেই, তা তৈরী করতে পার।’ [সহিহ বুখারি, হাদিস: ২২২৫]
কাজেই জীববিজ্ঞানের ছাত্রদের প্রাণবিশিষ্ট কোনো প্রাণির ছবি অঙ্কন করা বৈধ হবে না।
তবে প্রাণির চিত্র যদি এমন হয় যে, তার অবয়ব বা প্রাণিসূলভ অবস্থান স্পষ্টভাবে বুঝা যায় না, কিংবা মাথা ছাড়া প্রাণির ছবি অঙ্কন করা হয় তবে এমন চিত্র অঙ্কন করা যাবে। সেক্ষেত্রে তা প্রাণির চিত্র হিসেবে ধর্তব্য হবে না।
শরহে মুসলিম নববী ২/২০১; তাকমিলা ফাতহুল মুলহিম ৪/১৬৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم