প্রশ্ন
কিছুদিন আগে আমাদের গ্রামের এক ব্যক্তি মারা যায়। তাকে কবর দেওয়ার সময় আমি কবরস্থানে ঢুকতে গেলে এক মুরব্বী আমাকে বাধা দিয়ে বলেন, কবরস্থানে জুতা পায়ে দিয়ে ঢুকা বেয়াদবি। জুতা খুলে ঢুকতে হয়। জানতে চাচ্ছি, তার বক্তব্য কতটুকু সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উক্ত মুরব্বীর কথা সঠিক নয়। বরং জুতা পরেও কবরস্থানে প্রবেশ করা যাবে। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه إنه ليسمع قرع نعالهم
‘কোন বান্দাকে যখন কবরস্থানে রাখা হয় এবং তার অভিভাবকরা ফিরে যায় তখন সে তাদের জুতার আওয়াজও শুনতে পায়।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩২৩১]
ইবনে হাজার আসকালানী (রহ.) বলেন,
‘উক্ত হাদিস দ্বারা কবরস্থানে জুতা নিয়ে হাঁটার বৈধতার দলিল দেওয়া হয়।’ [ফাতহুল বারী ৩/৫৬৭]
সুতরাং কবরস্থানে জুতা নিয়ে প্রবেশ করতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم