প্রশ্ন
আমাদের এলাকায় প্রচলিত আছে যে, কবর খননের সময় মৃত ব্যক্তির নাম নিয়ে কবর খনন করে। জানতে চাচ্ছি, শরিয়তে এর কোনো ভিত্তি আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মৃতের নাম নিয়ে কবর খনন করতে হবে- বিষয়টি শরিয়ত সম্মত নয়। কুরআন হাদিসে এ ব্যাপারে কোনো নির্দেশনা বর্ণিত হয়নি।
কাজেই এ সকল ভিত্তিহীন বিষয় থেকে বিরত থাকতে হবে। বরং কবর খননের সময় লক্ষ্য রাখতে হবে যেন, কবর খনন সুন্নত মুতাবেক হয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم