প্রশ্ন
একটি বইয়ে পেলাম, কেউ যদি রজক মাসের শুরু তারিখ, পনের তারিখ ও শেষ তারিখ ইবাদতের নিয়তে গোসল করবে তার সকল গুনাহ মাফ হয়ে যাবে। জানতে চাচ্ছি, এমন কোনো হাদিস আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রজব মাসের শুরু, মধ্যভাগ ও শেষে ইবাদতের নিয়তে গোসল করলে গুনাহ মাফ হয়- মর্মে কোনো রেওয়ায়েতে আমরা হাদিসের কিতাবে খুঁজে পাইনি। এমনকি কোনো যয়ীফ রেওয়ায়েতও নেই।
তবে শীয়াদের কিছু কিতাবে উক্ত বর্ণনা পাওয়া গেলেও সেগুলো ভিত্তিহীন। সহিহ সূত্রে তা বর্ণিত হয়নি।
কাজেই এ জাতীয় বক্তব্যকে হাদিস বলে প্রচার করার কোনো সুযোগ নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم