প্রশ্ন
নবদম্পতিকে অভিনন্দন জানানোর কোনো দোয়া আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, নবদম্পতিকে অভিনন্দন জানানোর একটি দোয়ার বিবরণ হাদিসে পাওয়া যায়। হাদিস শরিফে এসেছে,
أن النبيَّ صلى الله عليه وسلم كان إذا رفَّأ الإنسانَ إذا تزَوَّج قال: باركَ الله لَكَ، وبَارَكَ عليكَ، وجَمَعَ بينكما في خيرٍ
‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বিয়ের পর শুভেচ্ছা জানালে বলতেন, আল্লাহ তোমার কল্যাণ করুন, তোমাকে বরকত দান করুন এবং তোমাদের দাম্পত্য জীবন কল্যাণময় হোক।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২১৩০]
সুতরাং নবদম্পতিকে উক্ত দোয়ার মাধ্যমে অভিনন্দন জানানো সুন্নত।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم