প্রশ্ন
একটি বইয়ে পেলাম, হাদিসে এসেছে, আযানের সময় কথা বললে ঈমাস চলে যায়। জানতে চাচ্ছি, উক্ত হাদিসটি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উক্ত হাদিসটি সঠিক নয়। বরং তা জাল হাদিস। আল্লামা সাগানী (রহ.) তার উক্ত হাদিস উল্লেখ করার পর বলেন,
‘উক্ত হাদিসটি জাল।’ [আল মাওজুআত, পৃ. ৮০; বর্ণনা: ১৪৫]
কাজেই আযানের ফযিলত বুঝাতে জাল হাদিস বর্ণনা করা বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم