প্রশ্ন
জনৈক ব্যক্তিকে অনলাইনে ওয়াজ করতে শুনলাম, সে বলছে, রমজানে মৃতের ঈসালে সওয়াবের উদ্দেশ্যে কুরআন খতম করা বিদআত। জানতে চাচ্ছি, তার কথা কতটুকু শরিয়ত সমর্থিত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরআন তেলাওয়াতের মাধ্যমে ঈসালে সওয়াবের কথা হাদিস শরিফে বর্ণিত হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
اقْرَءُوهَا عِنْدَ مَوْتَاكُمْ يَعْنِي يس
‘তোমরা তোমাদের মৃতদের কাছে সূরা ইয়াসিন পড়ো।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৪৪৮]
এ হাদিস থেকে বুঝা যাচ্ছে কুরআন তেলাওয়াতের মাধ্যমে ঈসালে সওয়াব করা যাবে।
তাছাড়া কুরআন হাদিসের কোথাও এ কথা বর্ণিত হয়নি যে, সারা বছর ঈসালে সওয়াব করা গেলেও রমজানে করা যাবে না। কাজেই উক্ত ব্যক্তির কথা মোটেও শরিয়ত সমর্থিত নয়।
সুতরাং না জেনে মানুষকে শরিয়ত সম্পর্কে বিভ্রান্ত করা থেকে বিরত থাকা সকল মুসলমানের কর্তব্য।
মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ১০৮৫৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم