প্রশ্ন
১০-১২ বছরের বাচ্চা যদি হস্তমৈথুন করে বীর্যপাত ঘটায় তাহলে তাকে বালেগ হিসেবে গণ্য করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ফুকাহায়ে কেরাম বালেগ হওয়ার আলামত নির্ধারণ করেছেন তিনটি। যথা:
১. স্বপ্নদোষ হওয়া।
২. বীর্যপাত হওয়া।
৩. দাড়ি গোঁফ উঠা।
তবে কারো যদি উক্ত আলামতগুলো প্রকাশ না পায় তাহলে তার ক্ষেত্রে বালেগ হওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে পনের বছর। ইবনে উমর (রা.) বলেন-
عُرِضْت على النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أُحُدٍ وَأنا ابْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً فَلَمْ يُجِزْنِي وعرضت عليه يَوْمَ الْخَنْدَقِ وَأَنَا ابْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً فَأَجَازَنِي
‘উহুদ যুদ্ধে অংশ গ্রহণের জন্য আমাকে পেশ করা হলে রাসূল (সা.) আমাকে অনুমতি দেননি। তখন আমার বয়স ছিল চৌদ্দ বছর। অতঃপর খন্দকের যুদ্ধের সময় পেশ করা হলে তিনি আমাকে অনুমতি দেন। তখন আমার বয়স ছিল পনের বছর। উমার ইবনু আবদিল আজীজ (রহ.) এই হাদীস শুনে বলেন: প্রাপ্তবয়স্ক-অপ্রাপ্তবয়স্ক নির্ধারিত হওয়ার ক্ষেত্রে এটিই হল সীমারেখা।’ [সহিহ বুখারি, হাদিস: ২৬৬৪]
সুতরাং কোনো বাচ্চা যদি হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত ঘটায় তাহলে সে বালেগ হিসেবে গণ্য হবে।
তাফসীরে কুরতুবী ১২/১৫১; আদ্দুররুল মুখতার ৬/১৫৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم