প্রশ্ন
হজ্বের মধ্যে কঙ্কর নিক্ষেপের জন্য কঙ্করগুলো কোত্থেকে সংগ্রহ করবে? এর জন্য কোনো নির্দিষ্ট স্থান রয়েছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কঙ্কর নিক্ষেপের জন্য যেকোনো স্থান থেকে কঙ্কর সংগ্রহ করা যাবে। তবে জামরার নিকট থেকে কঙ্কর সংগ্রহ করবে না।
বিখ্যাত তাবেয়ী আতা (রহ.) ও সায়ীদ ইবনে জুবাইর (রহ.) থেকে বর্ণিত, তারা বলেন, ‘যেখান থেকে ইচ্ছা কঙ্কর সংগ্রহ করতে পার।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৩৬২৮, ১৩৬২৪]
তবে প্রথম দিনের কঙ্কর মুযদালিফা থেকে সংগ্রহ করা মুস্তাহাব।
মাকহুল (রহ.) বলেন, ‘মুযদালিফা থেকে কঙ্কর সংগ্রহ করো।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৩৬২৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم