প্রশ্ন
নেফাস অবস্থায় রোযা রাখার অনুমতি আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হায়েজ ও নেফাস অবস্থায় রোযা রাখার অনুমতি শরিয়তে নেই। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
أَلَيْسَ إِذَا حَاضَتْ لَمْ تُصَلِّ وَلَمْ تَصُمْ قُلْنَ بَلَى قَالَ فَذَلِكِ مِنْ نُقْصَانِ دِينِهَا
‘নারীরা কি তাদের ঋতুস্রাবের সময় নামাজ পড়তে পারে না। রোজা রাখতে পারে না।’ [সহিহ বুখারি, হাদিস: ৩০৪]
নেফাস থেকে পবিত্র হওয়ার পর যে রোযাগুলো ছুটে গিয়েছে সেগুলো আদায় করে নিতে হবে।
শরহু মুখতাসারিত তহাবী ২/৪৪০; আননুতাফ ফিলফাতাওয়া, পৃ. ১০০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم