প্রশ্ন
তারাবির নামায কি শুধু পুরষদের জন্য নাকি নারীদেরও পড়তে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তারাবির নামায প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ সকলের জন্যই সুন্নতে মুয়াক্কাদা। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
جعل الله تَعَالَى صِيَامَهُ فَرِيضَةً وَقِيَامَ لَيْلِهِ تَطَوُّعًا
‘আল্লাহ এ মাসের সিয়াম ফরয করেছেন আর নফল করে দিয়েছেন এ মাসে রাতের কিয়ামকে।’ [মিশকাতুল মাসাবীহ হাদিস: ১৯৬৫]
কাজেই নারীদেরকেও তারাবির নামায পড়তে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم