প্রশ্ন
যারা জাহাজে চাকরি করে তাদের কি নামায কসরই পড়তে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জাহাজ সাধারণত বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকে। তা কখনো দীর্ঘ সময় স্থির থাকে না। কাজেই যারা জাহাজে চাকরি করে তারা সাধারণত মুসাফির হিসেবেই গণ্য হবে। সুতরাং তাদেরকে নামায সবসময় কসরই পড়তে হবে।
তবে কখনো যদি জাহাজ কোনো দেশে পনের দিন বা তার বেশি অবস্থানের সিদ্ধান্ত নেয় তাহলে জাহাজে চাকরিরত সকলেই মুকিম হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে তাদেরকে পূর্ণ নামায পড়তে হবে।
মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদিস: ৪৩১৯; রদ্দুল মুখতার ২/৫৯৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم