প্রশ্ন
আমি একটি মেয়ের সাথে অবৈধ প্রেমে জড়িত ছিলাম। বর্তমানে দ্বীনের বুঝ এসেছে। আমি চাচ্ছি তার সাথে সম্পর্ক ছিন্ন করতে। কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছে না। জানতে চাচ্ছি, কালো জাদুর মাধ্যমে তার থেকে ছুটে আসা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিয়ে বহির্ভুত প্রেম হারাম ও নাজায়েয। কারণ তা অনেক হারাম কাজে মানুষকে উদ্বুদ্ধ করে থাকে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَالْمُحْصَنَاتُ مِنَ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ وَلَا مُتَّخِذِي أَخْدَانٍ
‘আর সতী সাধ্বী মুসলিম নারীরাও এবং তোমাদের পূর্ববর্তী আহলে কিতাবের মধ্যকার সতী-সাধ্বী নারীরাও (তোমাদের জন্য হালাল), যখন তোমরা তাদেরকে তাদের বিনিময় (মোহর) প্রদান কর, এ রূপে যে, তোমরা (তাদেরকে) পত্নী রূপে গ্রহণ করে নাও, না প্রকাশ্যে ব্যভিচার কর, আর না গোপন প্রণয় কর।’ [সূরা মায়েদা, আয়াত: ৫]
কাজেই অতিসত্ত্বর আপনি সে মেয়ে থেকে পৃথক হয়ে যাবেন। সে রাজি না হলেও। কারণ এ নাজায়েয সম্পর্ক ছিন্ন করার কারণে সে কষ্ট পেয়ে থাকলেও এতে আপনার কোনো গুনাহ হবে না।
তবে উক্ত সম্পর্ক ছিন্ন করার জন্য কালো জাদুর আশ্রয় নেওয়া যাবে না। কারণ জাদু করা হারাম ও মারাত্মক পর্যায়ের কবিরা গুনাহ। যারা যাদু করে কুরআনে তাদেরকে নিন্দা করা হয়েছে। এ ব্যাপারে হাদিসেও নিষেধাজ্ঞা এসেছে। হাদিস শরিফে এসেছে,
‘আবু হুরাইরা (রা.) বর্ণিত,রাসূল (সা.) বলেন: তোমরা সাতটি ধ্বংসকারী বস্তু হতে বেঁচে থাক। সাহাবাগণ বললেন: হে আল্লাহর রাসূল! সেগুলি কি? তিনি উত্তরে বলেন: (১) আল্লাহর সাথে শরীক করা, (২) যাদু করা (৩) হক পন্থা ব্যতীত কোন ব্যক্তিকে হত্যা করা, (৪) সুদ খাওয়া, (৫) ইয়াতীমের মাল খাওয়া, (৬) যুদ্ধের ময়দান হতে পলায়ন করা ও (৭) স্বতী-স্বাধ্বী, সরলা মুমিন নারীর প্রতি মিথ্যা অপবাদ দেয়া।’[সহিহ মুসলিম, হাদিস ২/৮৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم