প্রশ্ন
রোযা অবস্থায় স্বামী স্ত্রী যদি বীর্যপাত ছাড়া সহবাস করে তাহলে রোযা ভাঙ্গবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রোযা অবস্থায় সহবাস করলে রোযা ভেঙ্গে যাবে। বীর্যপাত হওয়া শর্ত নয়। হাদিস শরিফে এসেছে-
‘এক ব্যক্তি রাসূল (সা.) এর নিকট এসে বলল, আমি রোযা অবস্থায় স্ত্রী সহবাস করেছি। রাসূলুল্লাহ (সা.) তাকে কাফফারা আদায়ের নির্দেশ দিয়েছেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৭০৯]
কাজেই উক্ত অবস্থায় কাযা ও কাফফারা উভয়ই আবশ্যক হয়ে যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم