প্রশ্ন
রোযা রেখে গাছের কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করা কি নিষেধ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রোযা অবস্থায়ও মেসওয়াক করা সুন্নত। হাদিস শরিফে এসেছে, আমির ইবনে রবীয়া (রা.) বলেন,
‘রাসূল (সা.)-কে আমি রোযা অবস্থায় অসংখ্যবার মেসওয়াক করতে দেখেছি।’ [সহিহ বুখারি ১/২৫৯]
শুকনো ডাল দিয়েই মেসওয়াক করতে হবে- বিষয়টি এমন নয়। বরং কাঁচা ডাল দিয়েও মেসওয়াক করা যাবে। হাদিস শরিফে এসেছে,
‘মুজাহিদ (রহ.) রোজা অবস্থায় তাজা মিসওয়াক ব্যবহার করাকে দোষণীয় মনে করতেন না।’ [মুসান্নাফে আবদুর রাযযাক ৪/২০২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم