প্রশ্ন
নখে কলপ লাগানো যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বৈধ ও ক্ষতিকর নয় এমন বস্তু দ্বারা সাজসজ্জা করা নারীদের জন্য বৈধ। সুতরাং কলপে যদি শরীরের জন্য কোনো ক্ষতিকর বস্তু না থাকে তাহলে তা ব্যবহারে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই।
তবে এ জাতীয় কলপ সাধারণত শরীরে পানি পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধক থাকে তাই তা উঠানো ছাড়া অজু শুদ্ধ হবে না। হাদিস শরিফে এসেছে-
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ رَجَعْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ حَتَّى إِذَا كُنَّا بِمَاءٍ بِالطَّرِيقِ تَعَجَّلَ قَوْمٌ عِنْدَ الْعَصْرِ فَتَوَضَّئُوا وَهُمْ عِجَالٌ فَانْتَهَيْنَا إِلَيْهِمْ وَأَعْقَابُهُمْ تَلُوحُ لَمْ يَمَسَّهَا الْمَاءُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ أَسْبِغُوا الْوُضُوءَ
‘আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন: আমরা রাসূল (সা.) এর সাথে মক্কা থেকে মদিনায় ফিরছিলাম। রাস্তায় যখন পানি পেলাম তখন আসর নামাজ পড়ার জন্য কেউ কেউ দ্রুত এমনভাবে অজু করল যে, তাদের গোড়ালির মধ্যে পানি লাগেনি। সে অংশটুকু জ্বলজ্বল করছিল। এটা দেখে রাসূল (সা.) বললেন: গোড়ালির জন্য আগুনের দুর্ভোগ। তোমরা পরিপূর্ণভাবে অজু কর।’ [সহিহ মুসলিম, হাদিস: ৫৯৩]
কাজেই নখে কলপ লাগালে তা উঠিয়ে অজু করতে হবে। তবে হায়েজ নেফাস অবস্থায় নারীরা কলপ লাগাতে পারবে। কেননা তখন তাদের অজুর প্রয়োজন পড়ে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم