প্রশ্ন
কেউ যদি ঝরনার নিচে দাঁড়িয়ে ফরজ গোসল আদায় করে তাহলে তার ফরজ গোসল আদায় হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
গোসলের ফরজ তিনটি।
১. কুলি করা। রাসূল (সা.) ফরজ গোসলের অংশ হিসেবে কুলি করেছেন। (সহিহ বুখারি, হাদিস : ২৫৭]
২. নাকে পানি দেওয়া। রাসূল (সা.) ফরজ গোসলের অংশ হিসেবে কুলি করেছেন। (সহিহ বুখারি, হাদিস : ২৬৫]
৩. সমস্ত শরীর এমন ভাবে ধোয়া যে, কোন অংশ শুকনো না থাকে। [সুনানে আবু দাউদ, হাদিস : ২১৭]
উক্ত তিন ফরজ আদায়ের পাশাপাশি যদি শরীর থেকে নাপাক দূর হয়ে যায় তাহলে ঝরনার নিচে দাঁড়িয়ে গোসল করলেও ফরজ গোসল আদায় হয়ে যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم