প্রশ্ন
ম্যারিজ ডে-তে স্বামী স্ত্রী একে অপরকে গিফট দিতে পারবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ম্যারিজ ডে পালন ইসলামি সংস্কৃতির অন্তর্ভুক্ত নয়। বরং এটি বিজাতীয় সংস্কৃতির একটি অংশ। আর বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করা মুসলমানদের জন্য বৈধ নয়।
যারা বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করবে তাদের হাশর নাশরও বিজাতীয়দের সাথে হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
من تشبه بقوم فهو منهم
‘যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত।’ [সুনানে আবু দাউদ ২/৫৫৯]
কাজেই ম্যারিজ ডে পালন করা ইসলামি শরিয়তে বৈধ নয়। ম্যারিজ ডে উপলক্ষ্যে গিফট আদান প্রদান করা প্রকারান্তরে ম্যারিজ ডে পালন করার মতই। কাজেই ম্যারিজ ডে-তে একে অপরকে গিফটও দেওয়া যাবে না। বরং অন্যদিন গিফট দিবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم