প্রশ্ন
আমার কিছু প্রাইজবন্ড ক্রয় করা ছিল। সেখান থেকে একটিতে পুরস্কার পেয়েছি। জানতে চাচ্ছি, উক্ত পুরস্কার গ্রহণ করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রাইজবন্ডের মাধ্যমে সরকারকে ঋণ দেওয়া হয়ে থাকে। ঋণের বিনিময়ে যা কিছু দেওয়া হয় তা সবই সুদের অন্তর্ভুক্ত হয়ে থাকে। আর সুদ দেওয়া-নেওয়া সুস্পষ্টভাবে হারাম। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম।’ [সূরা বাকারা, আয়াত: ২৭৫]
হাদিস শরিফে এসেছে, ফাযালা বিন উবাইদ (রা.) বলেন,
‘যে ঋণ লাভ টেনে আনে তা সুদ।’ [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ২১০৭৮]
কাজেই প্রাইজবন্ড থেকে যে পুরস্কার পাওয়া যায় তা গ্রহণ করা বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم