প্রশ্ন
অনুমান করে কোনো জিনিস ক্রয় বিক্রয় করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অনুমান করে ক্রয় বিক্রয় করা জায়েয নেই। কারণ এতে ধোঁকার সম্ভাবনা থাকে। আর ধোঁকা ও প্রতারণামূরক ক্রয় বিক্রয় শরিয়তের দৃষ্টিতে অবৈধ ও নাজায়েয। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الْحَصَاةِ، وَعَنْ بَيْعِ الْغَرَرِ
‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর খন্ড নিক্ষেপের মাধ্যমে কেনা-বেচা ও প্রতারণামূলক ক্রয়-বিক্রয় নিষেধ করেছেন।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৫১৩]
সুতরাং অনুমান করে কোনো জিনিস ক্রয় বিক্রয় করা যাবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم