প্রশ্ন
বিবাহে প্রয়োজন অতিরিক্ত খরচ করা কি অপব্যয়ের অন্তর্ভুক্ত হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রয়োজন অতিরিক্ত খরচ করা অপব্যয় ও অপচয়ের অন্তর্ভুক্ত। আর অপব্যয় শরিয়তের দৃষ্টিতে হারাম। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا
‘নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। আর শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ।’ [সূরা ইসরা, আয়াত: ২৭]
কাজেই বিবাহে প্রয়োজন অতিরিক্ত ব্যয় করা বৈধ হবে না। তাছাড়া যে বিয়েতে খরচ কম হয়, তা অধিক বরকতের হয়ে থাকে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
إن أعظم النّكاح بركة أيسره مؤنة
‘যে বিবাহে খরচ কম হয় তাতে বরকত বেশি হয়।’ [শুআবুল ঈমান, হাদিস: ৬১৪৬]
সুতরাং বিবাহে অতিরিক্ত ব্যয় থেকে বিরত থাকতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم