প্রশ্ন
অনেকে উম্মতে মুহাম্মাদীর ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, উম্মতে মুহাম্মাদীর এত ফজিলত দেখে পূর্ববর্তী সকল নবি উম্মতে মুহাম্মাদী হওয়ার আবেদন করেছিলেন। জানতে চাচ্ছি, কোনো হাদিসে কি বিষয়টি এসেছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোনো সহিহ হাদিস দ্বারা বিষয়টি প্রমাণিত নয়। এমনকি কোনো যয়ীফ হাদিসেও এ বিষয়টি খুঁজে পাওয়া যায় না।
সুতরাং উম্মতে মুহাম্মাদীর ফজিলত বর্ণনা করতে গিয়ে ভিত্তিহীন ঘটনা বর্ণনা করা বৈধ হবে না। বরং কুরআন ও সহিহ হাদিসে যে সকল ফজিলতের কথা বর্ণিত হয়েছে সেগুলোই বর্ণনা করতে হবে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَهُمْ مِنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ
‘তোমরাই হলে সর্বোত্তম উম্মত,যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তোমরা ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে, আর আল্লাহর প্রতি ঈমান পোষণ করবে। আর যদি আহলে কিতাব ঈমান আনত, তবে অবশ্যই তা তাদের জন্য কল্যাণকর হত। তাদের কতক ঈমানদার। তাদের অধিকাংশই ফাসিক।’ [সূরা আলে ইমরান, আয়াত: ১১০]
মুসনাদে আহমাদ, হাদিস: ৭৬৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم