প্রশ্ন
হঠাৎ মৃত্যু কি গজবপ্রাপ্ত হওয়ার আলামত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হঠাৎ মৃত্যু সকলের জন্য গজবপ্রাপ্ত হওয়ার আলামত নয়। বরং তা মৃত্যু মুমিন ব্যক্তিদের জন্য শান্তিদায়ক আর পাপাচারি ও কাফেরদের জন্য গজব হয়। হাদিস শরিফে এসেছে,
‘আয়েশা (রা.) রাসূল (সা.)-কে হঠাৎ মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রাসূল (সা.) সে সম্পর্কে বললেন, সেটা মুমিনের জন্য রহমত স্বরূপ, আর কাফের ও পাপাচারির জন্য গজব স্বরূপ।’ [শুআবুল ঈমান, হাদিস: ৯৭৪০]
কাজেই কারো হঠাৎ মৃত্যু হলেই এ কথা বলা যাবে না যে, সে গজবপ্রাপ্ত।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم