প্রশ্ন
উমরা হজ্বের বদলি করা জায়েয আছে কি
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, উমরার বদলি করাও জায়েয আছে। হাদিস শরিফে এসেছে,
হযরত আবু রাযীন উকায়লী (রা.) থেকে বর্ণিত, তিনি রাসূল (সা.)-এর নিকট এসে বললেন, ‘ইয়া রাসূলাল্লাহ! আমার বাবা অতিশয় বৃদ্ধ মানুষ। তিনি হজ্ব ও উমরাহ করতে সক্ষম নয়। (আমি কী করতে পারি?)’ রাসূলুল্লাহ (সা.) বললেন, ‘তোমার বাবার পক্ষ থেকে তুমি হজ্ব ও উমরাহ আদায় কর।’ [জামে তিরমিযি ১/১১২]
তাই কেউ চাইলে উমরারও বদলি করাতে পারবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم