প্রশ্ন
মুহরিম ব্যক্তি গরু জবাই করতে পারবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মুহরিম ব্যক্তি বন্য প্রাণী শিকার করতে পারে না। বিশিষ্ট তাবেয়ি ইবরাহীম নাখায়ী (রহ.) বলেন-
عَنْ إبْرَاهِيمَ ، قَالَ : إذَا أَحْرَمَ وَفِي يَدِهِ طَيْرٌ فَلْيُرْسِلْهُ
‘মুহরিম ব্যক্তি ইহরাম বাধার পর তার হাতে যদি কোন পাখি থাকে তাহলে যেন সে তা ছেড়ে দেয়।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৫০৯৭]
তবে মুহরিম ব্যক্তি কর্তৃক পশু-পাখি হত্যা করা নিষিদ্ধ হওয়ার বিধানটি কেবল বন্য পশু-পাখির ক্ষেত্রে প্রযোজ্য। গৃহপালিত পশু-পাখির ক্ষেত্রে নয়। তাই মুহরিম ব্যক্তি গরু জবাই করতে পারবে।
আলবাহরুর রায়েক ৩/৩৬; ফাতাওয়া খানিয়া ১/২৯০; হাশিয়া তহতাবী আলাদ্দুর ১/৫৩৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم