প্রশ্ন
ফ্রি ফায়ার গেম খেলা বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বর্তমান ভিডিও গেমগুলোতে কয়েকটি হারাম কাজের সংমিশ্রণ পাওয়া যায়। যেমন,
১. বিভিন্ন প্রাণি ও মানুষের ছবি যুক্ত থাকে।
২. মিউজিক ও বাদ্য যন্ত্রের আওয়াজ যুক্ত থাকে।
৩. বেপর্দা নারী ও অশ্লীল ছবি যুক্ত থাকে।
৪. কাফেরদের সম্মান প্রদর্শন করা হয়।
৫. কাফেরদের আকীদা বিশ্বাসকে কৌশলে মুসলিম সমাজে ঢুকিয়ে দেওয়া হয়।
আমরা খোঁজ নিয়ে দেখেছি, ফ্রি ফায়ার গেমটি উপরোক্ত প্রত্যেকটি বিষয় পাওয়া যায়। তাছাড়া এগুলো অহেতুক কাজ। আর হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
من حُسنِ إسلام المرءِ تركُهُ ما لا يعنيه
‘একজন ব্যক্তির ইসলামের পরিপূর্ণতার একটি লক্ষণ হল যে, তার জন্য জরুরি নয় এমন কাজ সে ত্যাগ করে।’ [সুনানে তিরমিযী, হাদিস: ২২৩৯]
কাজেই এ সকল কারণে ফ্রি ফায়ার গেম খেলা বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم