প্রশ্ন
দুষ্ট জ্বিনদেরকে হত্যা করা বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দুষ্ট জ্বিনদেরকে হত্যা করা ছাড়া যদি তাদেরকে তাড়ানোর কোনো ব্যবস্থা না থাকে তাহলে তাকে হত্যা করা যাবে। হাদিস শরিফে এসেছে,
‘মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া (রহ.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা আমার নিকট বর্ণনা করেছেন যে, তিনি ও তার এক সাথী অসুস্থ আবু সাঈদ (রা.)-কে দেখতে যান। তিনি বলেন, আমরা তার নিকট থেকে বেরিয়ে আসার পর আরেক সঙ্গীর সঙ্গে আমাদের দেখা হলো। তিনিও তাকে দেখতে এসেছেন। আমরা কিছুটা এগিয়ে গিয়ে মসজিদে বসলাম। তিনি ফিরে এসে আমাদের জানালেন, তিনি আবু সাঈদ আল-খুদরী (রা.)-কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কতক সাপ জিনদের অন্তর্ভুক্ত। কাজেই কেউ তার ঘরে এগুলোর কোনোটিকে দেখতে পেলে সে যেন তিনবার একে সতর্ক করে। তারপরও ফিরে আসলে সে যেন একে মেরে ফেলে। কারণ তা শয়তান।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৫২৫৬]
আরেক হাদিসে এসেছে,
‘একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ঘরে বসবাসকারী সাপ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, তোমরা তোমাদের বসবাসের ঘরে এগুলোকে দেখতে পেলে বলবে, আমি তোমাদেরকে সেই ওয়াদার কসম দিয়ে বলছি যা নূহ (আ.) তোমাদের থেকে গ্রহণ করেছিলেন। অথবা আমি তোমাদেরকে সেই ওয়াদার কসম দিয়ে বলছি যা সুলায়মান (আ.) তোমাদের কাছ থেকে নিয়েছিলেন যে, তোমরা আমাদের ক্ষতি করবে না।’ এরপরও তারা ফিরে এলে তোমরা তাদের মেরে ফেলো।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৫২৬০]
মাজমাউল আনহুর ১/১২৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم