প্রশ্ন
আমি সহিহ মুসলিমের এক হাদিসে পেয়েছি, নামাজের বৈঠকে হাত উরুতে রাখবে। আরেক হাদিসে পেয়েছি হাঁটুতে রাখবে। আসলে কোনটি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনি সম্ভবত নিম্নোক্ত হাদিস দুটির কথা বলছেন।
আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, আল্লাহর রাসূল (সা.) যখন তাশাহহুদের জন্য বসতেন তখন ডান হাত ডান উরুর উপর এবং বাম হাত বাম উরুর উপর রাখতেন। [সহিহ মুসলিম, হাদিস: ১১৫]
আরেক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) যখন তাশাহহুদের জন্য বসতেন তখন বাম হাত বাম হাঁটুর উপর এবং ডান হাত ডান হাঁটুর উপর রাখতেন। [সহিহ মুসলিম, হাদিস: ১১৬]
মূলত উভয় হাদিসই সঠিক।
নামাজের বৈঠকে দুই হাত দুই উরুর উপর এমনভাবে রাখবে যেন, হাতের আঙ্গুলের অগ্রভাগ হাঁটুর উপরে থাকে। তাহলে উভয় হাদিসের উপরই আমল হয়ে যাবে।
আলবাহরুর রায়েক ১/৩২৩; শরহুল মুনইয়াহ ৩২৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم