প্রশ্ন
জুনুবী ব্যক্তি অর্থাৎ যার উপর গোসল ফরজ সে তো কুরআন পড়তে পারবে না। কিন্তু কবর যেয়ারত করতে কি পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জুনুবী ব্যক্তির জন্য গোসল করার আগে কবর যেয়ারত না করাই ভাল। তবে করলে সমস্যা হবে না। অবশ্য গোসল না করলেও অন্তত ওজু করে নেওয়া উত্তম।
তবে কোন অবস্থাতেই জুনুবী ব্যক্তি কুরআন তেলাওয়াত করতে পারবে না। যেয়ারতের সময় শুধু দোয়া পড়তে পারবে। হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সা.) লেছেন-
لَا تَقْرَأِ الحَائِضُ وَلَا الجُنُبُ مِنَ القُرْآنِ شَيْئًا
‘ঋতুবতী নারী ও জুনুবী ব্যক্তি (যার ওপর গোসল ফরজ) কোরআনের কিছুই পাঠ করবে না।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১৩১]
ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪৮১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم