প্রশ্ন
রাশেদের স্ত্রী ইদ্দত পালন করছিল। এমতাবস্থায় জামাল তাকে ইদ্দত অবস্থায়ই বিয়ে করে ফেলে। তাদের মাঝে সহবাসও হয়। পরে জানতে পারে, তাদের বিবাহ সহিহ হয়নি। এখন প্রশ্ন হল, ঐ মহিলা কি জামাল থেকে মোহর পাবে? পেলে কতটুকু পাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোন মহিলাকে তার ইদ্দতের মধ্যে বিবাহ করা বৈধ নয়। তাই জামাল এবং ঐ নারীর বিবাহ সহিহ হয়নি। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَلَا تَعْزِمُوا عُقْدَةَ النِّكَاحِ حَتَّى يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ
আর আল্লাহর নির্দেশ (ইদ্দত) তার সময় পূর্ণ করার পূর্বে বিবাহ বন্ধনের সংকল্প করো না। [সূরা বাকারা, আয়াত: ২৩৫]
তবে তাদের বিবাহ সহিহ না হলেও প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ নারী মোহর পাবে। তবে সেটি হল, নির্ধারিত মোহর এবং মোহরে মিসিল (অর্থাৎ মহিলার সমপর্যায়ের পিতৃবংশীয় নারীদের মোহর) এর মধ্যে যেটা কম হবে সেটাই সে মোহর হিসেবে পাবে।
আদ্দুররুল মুনতাকা ২/৮৯; আলবাহরুর রায়েক ৩/১৭২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم