প্রশ্ন
আমার পাশের বাসার এক ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যে, রাগারাগি করে সে তার স্ত্রীকে তিন তালাক দিয়েছে। এখন কি তার স্ত্রী তালাক হয়ে গেছে? তার সাথে কি সে আর ঘরসংসার করতে পারবে না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কেউ যদি ঘুমের মধ্যে অথবা স্বপ্নে তার স্ত্রীকে তালাক দেয় তাহলে সে তালাক গ্রহণযোগ্য হয় না।
বিশিষ্ট তাবেয়ি শা‘বী এবং ইবরাহীম নাখয়ী বলেন,
‘ঘুমন্ত অবস্থায় তালাক দিলে তা কার্যকর হয় না।’ [আসসুনানুল কুবরা, বাইহাকি, হাদিস: ১৫৫০৫]
সুতরাং উক্ত ব্যক্তিও তার স্ত্রীকে স্বপ্নে যে তালাক দিয়েছে তা কার্যকর হবে না।
সুনানে নাসায়ী ৬/১৫৬; মুসান্নাফ আবদুর রাযযাক ৬/৪১১; আলমুহীতুল বুরহানী ৪/৩৯১; হাশিয়াতুত্তাহতাবী আলাদ্দুর ২/১১০; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৫৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم