প্রশ্ন
কিছুদিন আগে একটি বইয়ে পেলাম, রাসূল (সা.) উমর (রা.)-কে একটি জুব্বা দিয়ে অসীয়ত করে গিয়েছিলেন, যেন তিনি এই জুব্বা ওয়াইস করনিকে দেন। জানতে চাচ্ছি, এই ঘটনাটি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিভিন্ন চটি বইয়ে এ জাতীয় একটি ঘটনার বিবরণ পাওয়া গেলেও ঘটনাটি ভিত্তিহীন। মোল্লা আলী আল ক্বারী (রহ.) তার কিতাবে লিখেন,
‘মানুষের মাঝে একটি ঘটনা প্রচলিত আছে যে, রাসূল (সা.) উমর (রা.) ও আলী (রা.)-কে একটি জুব্বা ওয়াইস করনিকে দেওয়ার অসীয়ত করেছিলেন…..। উক্ত ঘটনাটির কোনো ভিত্তি নেই।’ [আল মাসনু পৃ: ২৬৯, বর্ণনা: ৪৭৫]
ওয়াইস করনির মর্যাদা প্রমাণ করার জন্য উক্ত ভিত্তিহীন ঘটনা বর্ণনা করার কোনো প্রয়োজন নেই। বরং তার মর্যাদা সম্পর্কে একাধিক সহিহ হাদিস বর্ণিত আছে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم