প্রশ্ন
অ্যালকোহল ব্যবহার করা বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ফুকাহায়ে কেরামের দৃষ্টিতে যেসকল অ্যালকোহল আঙ্গুর, খেজুর ও কিসমিস থেকে তৈরি হয় তা ব্যবহার করা বা ক্রয় বিক্রয় বৈধ নয়। কিন্তু যদি গম, যব ইত্যাদি অন্যান্য বস্তু ও কেমিক্যাল থেকে তৈরি হয় সেগুলোর ক্ষেত্রে ফুকাহায়ে কেরামের বক্তব্য হল, এগুলো নেশা উদ্রেক করে না- এ পরিমাণ ব্যবহার ও ক্রয় বিক্রয় বৈধ। নেশা উদ্রেক করে এ পরিমাণ ব্যবহার বা ক্রয় বিক্রয় বৈধ নয়।
বর্তমানে বাজারে যে অ্যালকোহল পাওয়া যায়, ফুকাহায়ে কেরাম গবেষণা করে দেখেছেন যে, এগুলো আঙ্গুর, খেজুর ও কিসিমিস থেকে তৈরি হয় না। বরং বিভিন্ন কেমিক্যাল থেকে তৈরি হয়। কাজেই এ জাতীয় অ্যালকোহল স্বল্প পরিমাণে ব্যবহার করা যাবে বা ক্রয় বিক্রয় করা যাবে।
তাকমিলাতু ফাতহিল মুলহিম ১/৩৪৮-৩/৩৩৭; ফিকহুল বুয়ূ ১/২৯৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم