প্রশ্ন
অজু করা অবস্থায় সতর ঢেকে রাখা কি জরুরি? কেউ যদি অজু করার সময় সতর খোলা রাখে তাহলে তার অজু হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সতর ঢেকে রাখা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফরজ। প্রয়োজন ছাড়া সতর খোলা নাজায়েয।
কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
‘হে বনী আদম! আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি পোশাক, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং সৌন্দর্য দান করে।’ [সূরা আ’রাফ, আয়াত: ২৬]
হাদিস শরিফে এসেছে,
‘রাসূল (সা.) ইরশাদ করেছেন, তোমরা নগ্নতা হতে বেঁচে থাক। কেননা তোমাদের এমন সঙ্গী আছেন (ফেরেশতা) যারা পেশাব-পায়খানা ও স্বামী-স্ত্রীর সহবাসের সময় ছাড়া অন্যকোনো সময় তোমাদের হতে আলাদা হন না। সুতরাং তাদের লজ্জা কর এবং সম্মান কর।’ [সুনানে তিরমিযী, হাদিস: ২৮০০]
তবে কেউ যদি সতর খোলা রেখে অজু করে তাহলে তার অজু হয়ে যাবে। এতে অজুর কোনো ক্ষতি হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم